Notice Details

Notice

Notice of monthly Tuition fee payment through Bkash

Date : 29 Dec, 2022

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, ২০২৩ সালে মাদ্রাসার সকল পাওনা/ফি “বিকাশ” এর মাধ্যমে আদায় করার নির্দেশ দেওয়া হইল।

বিকাশে বেতন/ফি আদায়ের নিয়মঃ-

১ম ধাপঃ বিকাশ ওপেন করে এডুকেশন ফি তে ক্লিক করতে হবে এবং সার্চ অপশনে মাদ্রাসার নাম(ইংরেজিতে)লিখে সার্চ করতে হবে।

২য় ধাপঃ মাদ্রাসা সিলেক্ট করে শিক্ষার্থীর আইডি নাম্বার দিতে হবে(যাদের আইডি তিন ডিজিটের তারা আইডি নাম্বার এর আগে তিনটি শুন্য দিলে মোট ছয় ডিজিটের আইডি দিয়ে সার্চ করলে  নির্ধারিত টাকার পরিমান দেখাবে)। তারপর যথা নিয়মে আদায় করে দিবেন।